প্রকৌশলী আলোক কুমার রায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন থেকে তার ফেলোশিপ ( F 9179) অর্জন করেন। রাজউক (রাজধানী উন্নয়ন কতৃপক্ষ ) এর একজন সদস্য এই প্রকৌশলী Engineering Code of contact & Code of ethics মেনে ভবন ডিজাইন ও নির্মান করার জন্যে ২০১৯ সালে Institute of Engineers, Bangladesh এর Professional Registration Board থেকে Professional Engineer হিসাবে স্বিকৃতী সনদ No. PEng-০১/০৩৫৯ অর্জন করেন।
নিজের প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি খুলনা ডায়াবেটিক সমিতিতেও সেবা দিয়ে থাকেন। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন অসাধারণ সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন মানুষ। এগারখানকে আলোকিত করার সপ্ন তার আজীবনের। ছাত্র জীবনে এগারখানে বিভিন্ন রকম জাতীয় দিবস যেমন, ২১ শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর আড়ম্বরের সাথে উদযাপনে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করতেন।
বাস্তব জীবনে তিনি বহু গুনে গুণান্বিত একজন মানুষ এগারোখানের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার দরাজ কণ্ঠের উপস্থাপনায় মুগ্ধ হয় হাজারো দর্শক। এছাড়াও তিনি তার গান ,আবৃতি দিয়ে দর্শকের মন জয় করে নিতে পারেন অনায়াসেই। এছাড়াও তিনি একজন দক্ষ কম্পিউটার অপারেটর ।
উক্তিঃ একটা দিন একটা নতুন ইতিবাচক স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে যাত্রা শুরু।