আমাদের এগারোখানের অধিকাংশ রাস্তাই এখনো কাচা মানে মাটির রাস্তা, একটু বর্ষার জল পড়তেই তা আর চলাচলের উপযুক্ত থাকে না । রাস্তা নাহয় ভালো নেই তাই বলে কি স্কুলে যাওয়া বন্ধ থাকবে! মোটেই না । তাইতো বাকড়ী বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা মিলে তাদের শিক্ষক ও এলাবাসির সহযোগীতায় নিজেরাই নিজিদের জন্য ও এলাকার সকলের চলাচলের জন্য যতোদুর সম্ভব রাস্তা মেরামতের কাজ করে চলেছে ।
এতে করে বৃষ্টি হলে সাইকেলে করে না হলেও তারা হেটে অন্তত স্কুলে সময়মতো উপস্থিত হতে পারবে ।