

শিক্ষাঙ্গনের খবর


ই ডি এফ সম্পর্কে বিশিষ্টজনের মন্তব্য
“এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম (ইডিএফ) এগারোখান অঞ্চলের শিক্ষার্থীদের উন্নয়নে বিগত বেশ কয়েক বছর যাবত নানাবিধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। তথ্য -প্রযুক্তির সজলভ্যতার সুবাদে ইডিএফ এর কার্যক্রম আমি নিবিড়ভাবে অনুসরণ করার চেষ্টা করে থাকি। চতুর্দিকের অনেক নেতিবাচক উপাদানের মধ্যেও ই ডি এফ এর ইতিবাচক কর্মকাণ্ড আমাকে আনন্দ দেয়, উৎসাহিত করে। দেশের বৃহৎ শিক্ষা পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে ইডিএফ এর সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করি।”
ড. বিপ্লব কুমার বিশ্বাসপ্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও চেয়ারম্যান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর- ৭৪০৮।
“এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম ( ই ডি এফ ) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী (২০১৬) উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করেছি। এরকম আড়ম্বর একটি অনুষ্ঠানে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরকে সম্বর্ধনার মাধ্যমে উৎসাহ প্রদান করে এই প্রতিষ্ঠান , এই অঞ্চলের শিক্ষা বিস্তারে যে অসামান্য অবদান রেখে চলেছে তা সত্যি প্রশংসার দাবী রাখে। আমি ই ডি এফ এর সকল প্রকার সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাফল্য কামনা করি ।”
প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তারপ্রাক্তন উপাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
“এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম ( ই ডি এফ ) এর বিভিন্ন সামাজিক কর্মকান্ড বরাবর আমাকে অনুপ্রাণিত করে। ২০১৬ সালে ই ডি এফ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্প এবং ২০১৯ সালের মাদক বিরোধী ও স্মার্টফোনের নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্টির প্রচারনায় আমাদের প্রতিষ্ঠান “মল্লিক ডায়াগনোস্টিক সেন্টার” স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে, যা আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমি ই ডি এফ এর এরূপ মহৎ কর্মকান্ডকে সাদুবাদ জানাই ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
বিদ্যুৎ কুমার সান্যালপ্রোপাইটর, মল্লিক ডায়াগনস্টিক সেন্টার, নড়াইল।
“ইডিএফ একটি স্বপ্নের নাম ।ইডিএফ একটি আশার নাম ।ইডিএফ একটি প্রতিজ্ঞার নাম ।ইডিএফ একটি জাগরণের নাম।শুধু এ কারণে নয় যে, ইডিএফ আমাকে সম্মানিত করেছে , বরং এ কারণেও যে, ইডিএফ গোটা জাতিকে সম্মানিত করতে চলেছে।সবগুলো অঞ্চল জেগে উঠলে জাতির ঘুমিয়ে থাকার কারণ থাকতে পারে না ।সত্যিই ইডিএফ একটি জাগরণের নাম।তাই ইডিএফ আমার ভালোবাসার নাম।”
খন্দকার মাহমুদুল হাসানগবেষক ও শিশুসাহিত্যিক ঢাকা
স্বাস্থ্য ও চিকিৎসা

ইতিহাস – ঐতিহ্য

